শিক্ষাকে যুগোপযোগী ও সময়ের বাস্তব চাহিদা মোতাবেক গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই জাতীয় শিক্ষা নীতি অনুসরণ করে অগ্রসর হতে হবে। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিকল্প নেই।
এক্ষেত্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শিক্ষা দর্শন ছিল গণমুখী ও সর্বজনীন। শিক্ষাকে তিনি দেখেছিলেন মুক্তির হাতিয়ার স্বরূপ। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ অর্থনীতি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরীর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠনমূলক ও জীবনমুখী শিক্ষার বিকাশে আমাদের সকলকে গুরুত্বারোপ করা প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে শেখার প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি, সৃজনশীলতার উন্মেষ ঘটানো এবং সামাজিক ও সুনাগরিক হিসেবে তাদের গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যক্রমের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা আবশ্যক।