নোটিশ :
৫ অক্টোবর ২০২৩ তারিখ বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নোটিশ দাখিল নির্বাচনী পরীক্ষার সময়সূচী ২০২৪ জিবি সভার নোটিশ দাখিল পরীক্ষার্থী ২০২৪ এর কাম্য ফলাফল প্রাপ্তির লক্ষ্যে প্রতি শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রতিদিন দুটি বিষয়ের দাখিল পরীক্ষার্থী ২০২৪ এর ৩ শনিবারে মোট ছয়টি মডেল টেস্ট অনুষ্ঠিত হবে । পরীক্ষার বিষয়: গণিত,আরবী প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ,ইংরেজি দ্বিতীয় পত্র ও বাংলা প্রথম পত্র। প্রকাশিত পরীক্ষার সময়সূচি মোতাবেক সকল শিক্ষকমণ্ডলীকে উপরোক্ত পরীক্ষা গ্রহণ এবং ছাত্রদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকগণ উত্তরপত্র নিয়ে পরের দিন মূল্যায়ন পূর্বক শিক্ষার্থীদের কে দেখাতে হবে এবং তাদের কোথায় কি ভুল হয়েছে এবং সেটা কিভাবে ওভারকাম করা যায় সেটা হাতে-কলমে দেখিয়ে দিতে হবে। সর্বশেষ উত্তরপত্র গুলি অফিসে নজরুল ইসলামের নিকট জমা দিয়ে রাখতে হবে। আগামী ৩১অগাস্ট ২০২৩ তারিখের জরুরী সভার নোটিশ Important notice শিক্ষা উপকরণ মেলা Admission going on অভ্যন্তরীণ মাসিক পরীক্ষার রুটিন: আগামী ৩০ ও ৩১ আগষ্ট ২০২৩ তারিখে ৫ম,৮ম,৯ম ও ১০ম শ্রেণির প্রতিদিন ৫টি করে মোট ১০ বিষয়ের মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
ভর্তি ফরম (ষষ্ঠ শ্রেণি)

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download