নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঐতিহ্যবাহী ইছাখালী ফাযিল ডিগ্রি মাদরাসা একটি সুন্দর,ছায়া সুনিবিড়, মনোরম, নিরিবিলি ও শান্ত পরিবেশে অবস্থিত।পলাশের মাননীয় সংসদ সদস্য, মাদরাসার সম্মানিত সভাপতি মহোদয় ও গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দের প্রত্যেক্ষ দিকনির্দেশনায় ও এক ঝাঁক নিষ্ঠাবান শিক্ষকের তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে।
বহুমাত্রিক কৃতিত্বের জন্য মাদ্রাসাটি উপজেলা পর্যায়ে দু’ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে। প্রতিষ্ঠানটি ২০১৫ সালে প্রশাসনিক ও একাডেমির দক্ষতার স্বীকৃতি স্বরূপ শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্দীপনা পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার আর্থিক পুরস্কারে ভূষিত হয়। সম্প্রতি ২০২৩-২০২৪ অর্থবছরে পিবিজিএসআই স্কিমের আওতায় মাদ্রাসার প্রশাসনিক একাডেমিক ও আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহির কৃতিত্ব স্বরূপ পাঁচ লক্ষ টাকা অনুদান প্রাপ্ত হয়। বর্তমান অধ্যক্ষ জনাব আলহাজ্ব আ.ক. ম রেজাউল করীম মহোদয় উপজেলা পর্যায়ে ৩ বার ও ঢাকা বিভাগীয় পর্যায় একবার শ্রেষ্ঠ অধ্যক্ষের এবং উপজেলা পর্যায়ে একবার কৃতি শিক্ষকের গৌরব অর্জন করেন। উল্লেখ্য ২০০৬ সাল থেকে মাদ্রাসাটি দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
শিক্ষা ব্যবস্থায় শিখণ শিখাণ প্রক্রিয়া প্রবাহমান নদীর ন্যায় গতিশীল। তথ্য যোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তির এ বিশ্বায়নের যুগে বিশ্ব প্রকৃতির সাথে সাথে শিক্ষাদান পদ্ধতিরও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। পরিবর্তন শুধু শিক্ষা পদ্ধতিতে নয়, শিক্ষা পরিদর্শনে ও বটে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের এনালগের স্থান দখল করেছে ডিজিটাল পদ্ধতি। এক সময় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অনেক পূর্ব থেকেই নানাবিধ প্রস্তুতি মহড়া শুরু হত। সে কল্পনা এখন ব্যাকডেটেড। পরিদর্শনের সে সনাতনী পদ্ধতির স্থানে বর্তমানে আসছে নিত্য নতুন আধুনিকতার ছোঁয়া। এখন শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ ইচ্ছা করলেই নিজ কার্যালয় বসে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দেখে প্রতিষ্ঠানটির কাংখিত মান মূল্যয়ন করতে সক্ষম। এ লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রবর্তিত হচ্ছে একটি করে স্মার্ট ডাইনামিক ওয়েবসাইড । ডিজিটাল বাংলাদেশ গড়ার দৌড়ে আমরা সফলতার দ্বারপ্রান্তে, স্বপ্ন এখন স্মার্ট বাংলাদেশ গড়ার । আর স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট সিটিজেনের । আর স্মার্ট সিটিজেন গড়তে প্রয়োজন স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানের । সে লক্ষ্য অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে অত্র মাদরাসায় একটি ডায়নামিক ওয়েবসাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত। এ সাইডে থাকবে প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজনীয় হালনাগাত তথ্য। এর ভিত্তিতে পরিচালিত হবে প্রতিষ্ঠানের উন্নয়ন,জনবল নিয়োগ,বৃত্তি প্রদান, স্বীকৃতি ও নবায়ন সহ অন্যান্য সকল কর্মকান্ড। সরকরের এ মহৎ উদ্যেগে আমরা গর্বিত ও আনন্দিত। তবে এর সামগ্রিক সফলতা নির্ভর করে প্রয়োজনীয় সঠিক তথ্য আপডেটের উপর। উল্লেখ্য আরও আগে থেকেই মাদ্রাসায় কম্পিউটার, ল্যাপটপ, ওয়াইফাই সংযোগ, অনলাইন ও মাল্টিমিডিয়া ক্লাস, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ, ইনহাউস প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ ,বিজ্ঞান ও বিতর্ক ক্লাব সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মাদ্রাসার প্রয়োজনীয় সেবার আদান-প্রদান হয়ে আসছে। আশা করি আমরা ডায়নামিক ওয়েবসাইটের কাজটিও সফল ভাবে এগিয়ে নিতে সক্ষম হব । ইনশাআল্লাহ । আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালবাসা, আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা । আল্লাহ আমাদের সহায় হউন। আমিন।