নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঐতিহ্যবাহী ইছাখালী ফাযিল ডিগ্রি মাদ্রাসার নামে একটি স্মার্ট ডায়নামিক ওয়েবসাইট তৈরির উদ্যোগ গ্রহণ করায় আমি অত্যন্ত আনন্দিত। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি।
সুশিক্ষাই জাতির মেরুদন্ড। একটি দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে প্রয়োজন সুশিক্ষিত ও স্মার্ট নাগরিকের। যাদের মধ্যে থাকবে অকৃতিম দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় আত্মপ্রত্যয়ী। দেশের মঙ্গলে নিরলস কাজ করতে বদ্ধপরিকর। আর একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানিই পারে একদল দক্ষ, যোগ্য ও স্মার্ট নাগরিক তৈরি করতে।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য যোগাযোগ ও প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্তৃপক্ষ মাদ্রাসাটিকে সামনে এগিয়ে নিয়ে র্স্মাট বাংলাদেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট্য শিক্ষাবিদ ও চিকিৎসক।
ড. বদিউল আলম (DR. BADIUL ALAM)
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট