নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন গজারিয়া ইউনিয়নের ইাছাখালী ফাযিল ডিগ্রি মাদরাসাটি ১৯৪৫ সালে মাওলানা মরহুম জাফর আলী ও মাওলানা মরহুম নিজাম উদ্দিন সাহেবের পরিচালনায় শুরুতে একই উপজেলার দক্ষিন দেওড়া গ্রামে সর্ব প্রথম মক্তব বা ফোরকানিয় মাদরাসা হিসাবে চালু হয়। অতপর সেখানে স্থানাভাবে ১৯৪৮ সালে এলাকার সর্বসাধারণের মতামতের ভিত্তিতে ঐতিহ্যবাহী সিকদার পরিবারের মরহুম আব্দুস সামাদ সিকদার কর্তৃক মাদরাসার নামে ওয়াকফকৃত জমির উপর এলাকার সর্বস্তরের জনসাধারনের আন্তরিক সহযোগিতায় উক্ত মক্তবটি ১৯৪৯ সালে ঐতিহ্যবাহী হাড়ি ধোয়া নদীর তীরে শিবপুর ও পলাশ উপজেলার সংযোগ স্থলে ইছাখালী গ্রামে স্থানান্তরিত হয়।অতপর ০১/০১/১৯৪৯ সালে মাদরাসাটি প্রথমে ওলড স্কীম মাইনর মাদরাসা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।পরবর্তীতে উক্ত ওল্ড স্কীম মাদরাসাটি ০১/০১/১৯৫৪ সাল থেকে তৎকালীন প্রতিষ্ঠান প্রধান জনাব মরহুম মাওলানা আব্দুল আলীর সময় দাখিল ও ০১/০৬/১০৭০ সাল থেকে আলিম স্তরে উন্নিত হয়। অতপর অধ্যক্ষ জনাব মাওলানা নাযিম উদ্দিনের সময় ১৯৭৫ সাল থেকে ফাযিল হিসাবে অনুমোদন লাভ করে এবং ১৯৮৫ সাল থেকে মাধ্যমিক স্তরে সাধারণ শাখার পাশাপাশি বিজ্ঞান শাখা সংযুক্ত হয়।অতপর বর্তমান অধ্যক্ষ জনাব আলহাজ্ব আ.ক.ম.রেজাউল করীম সাহেবের সময় গত ২০০৪ সাল থেকে মাধ্যমিক স্তরে কম্পিউটার শাখা সংযোজিত হয়।সর্বশেষ তার আমলেই ২০০৬ সাল থেকে ইসলামী বিশ্ববিদ্যলয়,কুস্টিয়ার অধীনে ফাযিল স্নাতক(পাশ)হিসাবে উন্নিত হয়। ৫/০৯/২০১৩ তারিখ থেকে মাদ্রাসার সকল কার্যক্রম ইবি, কুষ্টিয়া থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যায় ঢাকায় স্থাস্তানন্তরিত হয়। সর্বশেষ ২০২২ সালে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হয় । বর্তমান প্রতিষ্ঠানটির প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও স্নাতক পাস স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যায়,ঢাকা কর্তৃক ও অর্থ বিষয়ক কর্মকাণ্ড মাদ্রাসা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ।